সিউড়িতে সিবিআইয়ের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান

0
102

পিয়ালী দাস,বীরভূমঃ

Protest Position Against CBI's Role in Suri
নিজস্ব চিত্র

রাজনৈতিক সার্থসিদ্ধ করার জন্য মোদি সরকার সিবিআইকে ব্যবহার করছে, এমনই অভিযোগ তুলে জেলায় জেলায় অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমুল কংগ্রেস।সেই চিত্র বীরভূমের সিউড়িতেও।বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।তাদের মূল স্লোগান ছিল কেন্দ্র সরকার সিবিআই এর অপব্যবহার করছে।

আরও পড়ুনঃ প্রশাসনিক উদাসীনতায় দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রের,বিক্ষোভে পথ অবরোধ

এদিন সকাল ১১টা নাগাদ জেলা শাসকের দপ্তরের সামনে এবং বীরভূম জেলা পরিষদের পাশের রাস্তার উপর প্রায় ১০০ জন শাসক দলের সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসে। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমুল কংগ্রেসের সহ সভাপতি অভিজিৎ সিনহা, মলয় মুখার্জী, সিউড়ি পৌরসভার পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,গত ৬ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে সিবিআই এর মত স্বতন্ত্র সংস্থাকে অপব্যবহার অভিযোগ তুলে জেলায় জেলায় অবস্থান বিক্ষোভে বসার নির্দেশ দেয়। সেই নির্দেশ মত বীরভূম জেলাতেও অবস্থান বিক্ষোভ করলো শাসক দলের নেতা কর্মীরা।

পরে বিক্ষোভ অবস্থানে যোগ দেয় কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় , তিনি বলেন রাজ্যকে হেয় করার জন্য কেন্দ্রীয় সরকারের এ হেন আচরন অনভিপ্রেত। আগামী লোকসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here