নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
একটি বেসরকারী অডিও সিডি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ‘অডিও লাইসেন্স’ তৈরি করার চাপ দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়া জেলা ভিডিও এণ্ড স্টীল ফোটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া জেলা ভিডিও এণ্ড স্টীল ফোটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাঁকুড়া সদর মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেওয়া হয়।
বাঁকুড়া ভিডিও এণ্ড স্টীল ফোটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, জেলার সাধারণ বেকার ছেলেরা কোন রকমে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভিডিও মিক্সিং ও ফটোগ্রাফির কাজ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি একটি বেসরকারী অডিও সিডি প্রস্তুতকারী সংস্থা বার্ষিক পনেরো হাজার টাকা লাইসেন্স ফি ধার্য্য করেছে। এবং তা করার জন্য ঐ সংস্থার তরফে চাপ দেওয়া হচ্ছে।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন একই ভাবে অন্যান্য অডিও সিডি কোম্পানী গুলি লাইসেন্স ফি ধার্য্য করলে খুব তাড়াতাড়ি একটা বড় অংশের মানুষ এই পেশা থেকে সরে আসতে বাধ্য হবেন। কাজ হারাবেন অনেকেই। তাদের আরো অভিযোগ, বাঁকুড়া জেলায় এই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মাসিক গড় আয় ছ’হাজার টাকা। সেই জায়গায় একটি কোম্পানীকেই বার্ষিক পনেরো হাজার টাকা লাইসেন্স ফি দিতে হলে ব্যবসা বন্ধের মুখে হয়ে পড়বে।
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের ওপর আস্থাহীনতা বাড়ছে,ডেঙ্গি আক্রান্ত রোগী নিয়ে পরিবার যাচ্ছে অন্যত্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584