রেলের বিরুদ্ধে আন্দোলনের ডাক শুভেন্দুর

0
42

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রেলের বিরুদ্ধে তৃণমূল নেতা কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক ভাবে দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী।তিনি রবিবার সন্ধ্যায় খড়্গপুরের টাউন হলে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন।

নিজস্ব চিত্র

সেখানে জানান,”খড়্গপুরের মূল সমস্যা রেল কেন্দ্রিক।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন বেশকিছু জনমুখী উদ্যোগ নিয়েছিলেন।২০১৪ সালের পর থেকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রেলের কোনো উন্নয়ন মূলক কাজ চোখে পড়েনি ।

তৃণমূল কর্মীদের সাথে বৈঠকে পরিবহন মন্ত্রী।নিজস্ব চিত্র

বরং আরপিএফ এর অত্যাচার বেড়েছে। রেলের জায়গার উপর দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যেতে দেওয়া হচ্ছে না।এমনকি রেলের জায়গার উপর দিয়ে রোগীদের যেতে দেওয়া হচ্ছে না।এত অমানবিক রেল সুরক্ষা বল কোথাও দেখা যায়নি।রেলকে গরিব মানুষের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে বিজেপি।”

নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারী জানান লোকসভা ভোটে খড়্গপুরে বিজেপি,কংগ্রেস,সিপিএম, সিপিআই এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট করিয়েছে। আর এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষ কে। ‘

আরও পড়ুনঃ অবৈধ বালি খাদানের সাথে যুক্তদের পাশে দল নেই – শুভেন্দু

protest rally against rail | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূল যে চুপ করে বসে থাকবে না তা সাফ জানিয়ে তিনি জানান, ২৭ আগস্ট দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুরের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয়ে ঘেরাও বিক্ষোভ করবে তৃণমূল।

উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ ডাঃ মানস ভুঁইয়া সহ কয়েকজন তৃণমূল সাংসদ।খড়্গপুরের ৩৫ টি ওয়ার্ড থেকে ৭ হাজার মানুষ সেখানে উপস্থিত থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here