বিড়ি শ্রমিকদের নূন্যতম মজুরি সহ একাধিক দাবিতে কনভেনশন ও বিক্ষোভ মিছিল ধুলিয়ানে

0
79

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বিড়ি শ্রমিকদের নূন্যতম মজুরী সহ একাধিক দাবী নিয়ে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আজ বুধবার এফআইটিইউ ও জেএসি-এর যুক্ত কনভেনশন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

CPIM
বিক্ষোভ মিছিল। নিজস্ব চিত্র

বিড়ি শিল্পে যুক্ত সংগ্রাম কমিটি (JAC)-র ডাকে শ্রমিকদের নূন্যতম মজুরী সহ একাধিক দাবীতে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আজকের যুক্ত কনভেনশনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, জেলা সভাপতি হামিদ সেখ, এফআইটিইউ রাজ্য কমিটির সদস্য মুরশালি সেখ, জেলা সভাপতি জাহাঙ্গীর সেখ, জেএসি’র আহ্বায়ক জ্যোতিরূপ ব্যানার্জি, আইএনটিইউসি নেতা হুমায়ুন রেজা, এআইইউটিইউসি নেতা আনিসুল আম্বিয়া, সিআইটিইউ নেতা মহঃ আজাদ, ইউটিইউসি নিজামুদ্দিন আহমেদ, এআইটিইউসি নেতা আসাদ জামিল কাদরী সহ অন্যান্য নেতৃত্ব।

Meeting
নিজস্ব চিত্র

আজকের যুক্ত কনভেনশন ও বিক্ষোভ মিছিলে দাবি তোলা হয়, যে বিড়িশ্রমিকসহ শিল্পের সমস্ত শ্রমিকদের সরকার ঘােষিত নূন্যতম মজুরী কার্যকর করতে হবে। প্রতিটি শ্রমিককে পিএফ-এর আওতায় নিয়ে আসতে হবে এবং প্রমাণপত্র দিতে হবে। পিএফ তােলার সময় সমস্ত দায়িত্ব মালিককে নিতে হবে। প্রতিটি শ্রমিককে শ্রম দপ্তরের মাধ্যমে আইডেনটিটি কার্ড দিতে হবে এবং ডিজিটাল কার্ড দেওয়ার কাজ দ্রুত শুরু করতে হবে।

আরও পড়ুনঃ বড়ঞায় লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ নিয়ে উত্তেজনা

এছাড়াও দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ২০১৬ ও ২০১৮ পর্যন্ত প্রতিটি আবেদনকারী শ্রমিককে গৃহ নির্মাণ -এর অনুমােদন দিতে হবে। তারাপুর হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা শুরু করতে হবে এবং চিকিৎসক, নার্স-সহ প্রতিটি শূণ্য পদে কর্মী নিয়ােগ করতে হবে। নিমতিতা, বহরমপুর , সালার ও বেলডাঙ্গা প্রতিটি ডিসপেন্সারীতে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালু করতে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুনঃ বহরমপুরে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রাথমিক টেট উত্তীর্ণদের

ওয়েল ফেয়ার-এর পূর্বের সুযােগ-সুবিধাগুলি রাজ্য এবং কেন্দ্র সরকারকে পুনরায় চালু করতে হবে। মজুরী, ছাট-পট্টি, পাতার দাম কাটা সহ শ্রমিকদের উপর সমস্ত ধরণের শােষণ বন্ধ করতে হবে। বেআইনি বিড়ি উৎপাদন বন্ধ করতে শ্রমদপ্তরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও বিড়ি শিল্পে আদায়ীকৃত জিএসটি-র একটা অংশ শ্রমিকদের স্বার্থে ব্যয় করতে হবে। মূলত এই দাবিগুলি নিয়েই বিক্ষোভ মিছিল করেন এফআইটিইউ ও জেএসি-এর যুক্ত কনভেনশনের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here