নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। এই নিয়ে তোলপাড় শুরু রাজ্য রাজনীতিতে। বুধবার দুপুরে হলদিয়ার জেলাশাসকের দফতরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন মমতা।
আরও পড়ুনঃ নেত্রীর উপর হামলার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ কেশপুরে
এরপরেই একাধিক জায়গায় যান তিনি। সন্ধ্যায় আহত হন। তাঁকে দ্রুত নন্দীগ্রাম থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর তৃণমূল সমর্থকদের ঢল নেমেছিল সেখানে।
আর সেই বিক্ষোভের আঁচ বৃহস্পতিবার ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। পাশাপাশি এদিন জলঙ্গি, ডোমকল, রানীনগরেও প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584