টোটর বদলে ই-রিক্সা, প্রতিবাদ মিছিলে চালকরা

0
91

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রাস্তায় আর টোটো নয় চলবে ই-রিক্সা,রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপির টোটো চালক শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ অসংগঠিত ট্রেড ইউনিয়ন সেল।

Protest rally of Toto Driver
অনির্বান চক্রবর্তী,শ্রমিক নেতা,বিজেপি।নিজস্ব চিত্র

কয়েক হাজার টোটো চালকেরা রায়গঞ্জ শহরের দেবীনগর কসবা মোড় থেকে মিছিল করে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ করে। শিলিগুড়ি মোড়ে এক পথসভার মাধ্যমে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ বিজেপির মিছিলে যাওয়ার অপরাধে টোটো চালকে মারধোরের অভিযোগ

তাদের দাবি, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স নিয়ে হাজার হাজার টোটোর লাইসেন্স দিয়েছে রায়গঞ্জ পুরসভা।অথচ এখন রাজ্য সরকার টোটোর বদলে ই-রিক্সা চালু করতে চাইছে।

Protest rally of Toto Driver
প্রতিবাদ মিছিল।নিজস্ব চিত্র

ইতিমধ্যেই ফরম্যান জারি করেছে রাজ্য সরকার।এরই প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হল বলে জানালেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতা অনির্বান চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here