ছাত্র যুব নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এসএফআই-এর প্রতিবাদ মিছিল জিবন্তীতে

0
115

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে আন্দোলন করায় চার জন ছাত্র যুব নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মিছিল ভারতের ছাত্র ফেডারেশনের। জানা যায়, অরঙ্গাবাদে ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে গিয়ে চার ছাত্র যুব নেতৃত্বকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ।

SFI
নিজস্ব চিত্র

ওই চার নেতার নাম তফিজুল ইসলাম, সামিউল ইসলাম, জাহাঙ্গীর আলী, শরীফ আহমেদ। এদিন তাদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে এসএফআই জিবন্তী লোকাল কমিটির প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব।

Protest rally
নিজস্ব চিত্র

উল্লেখ্য কিছুদিন আগে সুতি ২নং ব্লকের মোট ১৪০০ ছাত্র-ছাত্রী কোন স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছিল না। তারা প্রত্যেকদিন বিভিন্ন স্কুলে স্কুলে গিয়েও হয়রানি হয়ে বাড়ি ফিরছিল। তাদেরকে কোন স্কুল কর্তৃপক্ষ ভর্তির প্রতিশ্রুতি দিচ্ছিল না। ফলে এই ১৪০০ ছাত্র-ছাত্রীর জীবন নষ্ট হতে চলেছে।

আরও পড়ুনঃ উপাচার্য ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী, বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া

এই শিক্ষার্থীদের কথা ভেবে ভারতের ছাত্র ফেডারেশন (SFI) এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) অরঙ্গাবাদ লোকাল কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ছাত্র ও ছাত্রী থাকা ছাবঘাটি কে ডি বিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়েছিল। তার পরেই মহামারী আইনে পুলিশ তাদের মিথ্যা মামলায় দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে জিবন্তী লোকাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here