নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলেন ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি শুরু হয় ফাঁসিদেওয়ার তুফানডাঙ্গি এলাকা থেকে।
এরপর মিছিলটি মুড়িখাওয়ামোড় হয়ে শেষ হয় চট হাটবাজারে। এরপর চটহাট বাজারে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এর পাশাপাশি মিছিলটিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান। এদিন এই মিছিলটিতে পা মেলান দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সরকার, ফাঁসিদেওয়া ব্লক ১ এর যুব সভাপতি আকতার আলী, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির, ফাঁসিদেওয়া ব্লক ২ এর যুব সভাপতি সুজয় সরকার সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
আরও পড়ুনঃতৃণমূল কর্মীর উপর বিজেপি-র আক্রমণের প্রতিবাদে মিছিল
সব শেষে দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সরকার বলেন যে আমরা কোন ভাবেই এনআরসি ও সিএএ মানছি না। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ভারতবর্ষের ১২৫ কোটি মানুষ উঠকন্ঠায় ভুগছে। তার একটাই কারন নরেন্দ্র মোদী ও অমিত শাহের এনআরসি ও সিএএ চালু করার জন্য। আমরা মোদী ও অমিত শাহের পদত্যাগ দাবি করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584