সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
দাসের চক মৌজায় বসবাসকারী প্রায় ৩০০ মৎস্যজীবী চাষী, যাদের একমাত্র উপার্জন পাইকমারী বিলের উপর নির্ভরশীল। বংশপরম্পরায় বছরের পর বছর ধরে এভাবেই চলে আসছে। বেশ কয়েক বছর সরকারি টেন্ডার না হলেও এবছর টেন্ডার নোটিশ হয়। সেখানে সরকারি নিয়ম মেনে এই দাসের চকের চাষিরা না পাওয়ায় তারা আমরণ অনশনে বসে গত পরশু থেকে।
তাদের আরো অভিযোগ, শেষ অব্দি তারা কেউই টেন্ডার পান। অবৈধভাবে কোন এক পুঁজিপতির মাধ্যমে অন্য একজন টেন্ডার নিয়ে নিয়েছে। এমত অবস্থায় আমরা চরম দূর্ভোগে আছি এই বিল না পেলে আমরা অনাহারে মারা যাবো তাই আমাদের মৃত্যুবরণ করার অনুমতি দেওয়া হোক আর তা নাহলে বিল আমাদের দেওয়া হোক। এই খবর পেয়ে এলাকার বিধায়ক সৌমিক হোসেন এলাকাবাসীদের কাছে যান।
তাদের অভাব অভিযোগ শুনেন এবং তাদের কাছে এক মাসের সময় চেয়ে নেন। এবং তিনি বলেন, আমি ডিএম সাহেব এবং আমার দলের সঙ্গে কথা বলব বলে আপনাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করব। যা প্রসিডিউর হয়েছে সব সরকারি নিয়ম অনুযায়ী নিয়ম-নীতি মেনে হয়েছে তার পরেও আমি সরকার এবং মৎস্যমন্ত্রী দল, ডিএম সবার সঙ্গে কথা বলে এর কী ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করব। আপনাদের এক মাসের মধ্যেই তা আমি জানিয়ে দেবো এবং তাদেরকে অনশন তুলে নেওয়ার অনুরোধ করলে মৎস্যজীবীরা আন্দোলন তুলে নেওয়ার আশ্বাস দেয়।
আরও পড়ুনঃ স্কুল খোলার দাবিতে ভগবানগোলায় SFI -এর কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584