মনিরুল হক,কোচবিহারঃ প্রতিবন্ধী সার্টিফিকেটের দাবিতে শতাধিক প্রতিবন্ধী মানুষ বিক্ষোভ দেখাল হাসপাতালে। বুধবার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ওই বিক্ষোভ দেখান এলাকার প্রতিবন্ধী মানুষেরা। অভিযোগ,প্রতিবন্ধীদের জন্য ১৮ জুন শহরের এনএমএন হাই স্কুলে একটি শিবির করা হয়। সেখানে সময় শেষ হয়ে যাওয়ায় প্রতিবন্ধী সার্টিফিকেট করতে আসা লোকজনকে আজ হাসপাতালে আসতে বলা হয়। সেই মতো তারা আজ হাসপাতালে আসেন। চিকিৎসকের কথা জানতে চাইলে চিকিৎসক না থাকার কথা বলা হয়। এরপরেই ক্ষুব্ধ হয়ে পড়েন তারা। প্রতিবাদে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।
দক্ষিণ বালাভুতের বাসিন্দা আমেনা খাতুন বলেন, প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আমাদের হয়রানি করা হচ্ছে। গত ১৮ তারিখে আমাদের বলা হয় ২০ তারিখে আসার জন্য। সেদিনও আমরা এসে ফিরে যাই। ফের আমাদের আজকে আসতে বলা হয়েছিল। কিন্তু এসে শুনি ডাক্তার নেই। প্রতিবাদে আমরা সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছি। দ্রুত আমাদের সার্টিফিকেটের ব্যাবস্থা করতে হবে।
দরিয়া বালাই রোডের শঙ্কর সরকার বলেন, দূর দুরান্ত থেকে প্রতিবন্ধী মানুষেরা সার্টিফিকেটের জন্য ঘুরছে। বলা হচ্ছে আজা না কাল আসেন। আজ এসে জানতে পারি চিকিৎসক নেই। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। যদিও এই বিষয়ে ওই হাসপাতালের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584