শান্তনু পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
তৃণমূল পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালাল তৃণমূলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সাগর থানা এলাকার ধসপাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।
আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রান পাচ্ছেননা। এমনই অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ভিড় সরাতে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
এরপর ওই বিক্ষোভকারীরা পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানাযায়। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় গুরুতর জখম হন পঞ্চায়েত প্রধান, শোভা মাইতি।
পঞ্চায়েত সদস্যা সাগরিকা আড়ির ঘরে আগুন লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা তৃণমূলের পতাকা নিয়েই বিক্ষোভ দেখান বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584