মনিরুল হক,কোচবিহারঃ
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সঞ্জিত বর্মন (১৮)।তাঁর বাড়ি শহর সংলগ্ন গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের লঙ্কাবড় এলাকায়। মৃতের বাড়ীর লোকেদের অভিযোগ, বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে সঞ্জিতকে।
তাঁরা জানান,”আমরা তাকে সকাল ৭ টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করায় কিন্তু তিন ঘণ্টা পর চিকিৎসক তাকে দেখতে আসে।এই দীর্ঘ সময় তাকে একটি ইঞ্জেক্সন ও অক্সিজেন লাগিয়ে ফেলে রাখা হয়।এরপর ডাক্তার দেখে বলেন অবস্থা খুব খারাপ, তাকে আর বাঁচানো সম্ভব হবে না।” এর কিছুক্ষণ পর যুবকের মৃত্যু হয়।রোগী মৃত্যুর পর তাঁর পরিবারের লোকেরা ক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে।পরে মৃতের পরিবারের পক্ষ থেকে হাসপাতালের আধিকারিকদের একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়। মৃতের বাবা রঞ্জিত বর্মন বলেন, ছেলেকে ভরতি করার পর বারবার নার্সকে বলা সত্বেও তারা কেউ চিকিৎসককে ডাকেননি। সময়মতো চিকিৎসা পেলে ছেলেটি হয়ত বাঁচত।
ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার রাজীব প্রসাদকে লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।রাজীববাবু বলেন, ‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584