শুভেন্দু হালদার ,পশ্চিম মেদিনীপুরঃ
আজ ছাত্র সংগঠন ডিএসও’র পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবস পালিত হয়।শিক্ষায় ইউজিসিকে বাতিল করে এইচ ই সি আই এবং এইচ ই এফ এ বিল চালুর বিরুদ্ধে,সিবিসিএস এবং সেমিস্টার বাতিল,প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু, এনএমসি বিল বাতিল এর দাবিতে জেলার বিভিন্ন শহরগুলিতে এই প্রতিবাদ দিবস পালিত হয়।
মেদিনীপুর শহরে এই প্রতিবাদ দিবসে উপিস্থত ছিলেন জেলা সহসভাপতি সিদ্ধার্থ সংকর ঘাঁটা এবং সম্পাদক মন্ডলীর সদস্য টুম্পা গোস্বামী , বেলদাতে জেলা সম্পাদক ব্রতীন দাস, খড়্গপুরে জেলা সহ সভাপতি সুরজিৎ সামন্ত সহ অন্যান্য ছাত্রনেতারা,এই প্রতিবাদ দিবসে জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন ইউজিসিকে বাতিল করে উচ্চশিক্ষায় এইচ ই সি আই এবং এইচ ই এফ এ বিল আনার মধ্য দিয়ে শিক্ষার চূড়ান্ত সর্বনাশ ঘটানোর ষড়যন্ত্র তৈরী হচ্ছে এর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন ডি এস ও’র পক্ষ থেকে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলব,সেই লক্ষ্যেই এই বিক্ষোভ কর্মসূচি।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় পথ দুর্ঘটনায় দুই শিশু সহ মৃত ছয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584