নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পরিচয় সনাক্তকরণ করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ঘটনার প্রতিবাদে মালদহ জেলা জুড়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে।
সোমবার মালদহ শহরে একটি প্রতিবাদ মিছিল করে মালদহ জেলা বামপন্থী মহিলা সংগঠন। দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে ও কোতুয়ালী কান্ডে দ্রুত দোষীদের শাস্তির দাবিতে মালদহ শহরে এই প্রতিবাদ মিছিল করল মালদহ জেলা বামপন্থী মহিলা সংগঠন।
গোটা শহর পরিক্রমা করে এই মিছিল। শেষে জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।পাশাপাশি এদিন বিকেলে ইংরেজবাজারের কোতুয়ালী এলাকায় স্থানীয় স্কুল গুলির পড়ুয়া ও মহিলারা নিরাপত্তা ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করে। স্থানীয় প্রায় দুইশো জন পড়ুয়া ও গ্রামের মহিলারা এই মিছিলে অংশগ্রহন করে। গোটা কোতুয়ালী এলাকা ঘোরে এই প্রতিবাদ মিছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584