মনিরুল হক,কোচবিহারঃ
অঙ্গনওয়ারী কেন্দ্রে নিম্ন মানের চাল ডাল দিয়ে রান্না করে শিশুদের খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা।
শুক্রবার মাথাভাঙা ২ নম্বর ব্লকের হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি এলাকার ৮৫ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে ওই ঘটনা ঘটেছে।গ্রামবাসীর পক্ষে অভিযোগ করে জানানো হয়েছে,দীর্ঘদিন থেকে নিম্ন মানের চাল ডাল দিয়ে রান্না করে খাওয়ানোয় অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছেন।তাই তারা এদিন বাধ্য হয়ে রান্না করা খাবার দেওয়া বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। অন্যদিকে ওই কেন্দ্রের অঙ্গনওয়ারী কর্মী জানান, “এরপর থেকে চাল ডাল খারাপ হলে তিনি সুপার ভাইজারদের জানিয়ে রান্নার কাজ বন্ধ করে রাখবেন।”
দায়িত্ব প্রাপ্ত সুপার ভাইজার বলেন, “আমি সব কর্মীদের বলেছি চাল, ডাল খারাপ হলে অফিসকে জানিয়ে বদল করে নিতে কর্মীদের জানানো হয়েছে।তারপরেও ওই কেন্দ্রে এমনটা কেমন হল, তা জানতে চাওয়া হবে।” মাথাভাঙার সিডিপিও নীলরতন হালদার বলেন,“ওই অঙ্গনওয়ারী কেন্দ্র নিয়ে অভিযোগ পেয়েছি।বিষয়টি অনুসন্ধান করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ গৃহবধূর কফান বন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584