মনিরুল হক, কোচবিহারঃ
পর্যাপ্ত চিকিৎসক নেই। মিলছে না বেশীর ভাগ ওষুধপত্র।এমন অভিযোগ তুলে কোচবিহার এমজেএন হাসপাতালে বিক্ষোভ দেখাল হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বুধবার হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভ দেখানোর পর ভারপ্রাপ্ত সুপারকে ১৪ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।ওই সংগঠনের তরফে অভিযোগ করে জানানো হয়, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই।ফলে বেশীর ভাগ বিভাগ বন্ধ থাকে।
গ্রামগঞ্জ থেকে চিকিৎসার জন্য এসে মানুষকে ফিরে যেতে হচ্ছে।আগে ১৩০টি ওষুধ হাসপাতালে পাওয়া যেত।এখন ৪/৫ টির বেশী ওষুধ পাওয়া যায় না। কোন জীবনদায়ী ওষুধ নেই। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে সাধারন গরীব মানুষকেও।
হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা কমিটির সম্পাদক প্রভাত রায় বলেন, “এর আগেও আমরা স্মারকলিপি দিয়ে পরিস্থিতির বদল চেয়েছিলাম।কিন্তু কোন কাজ হয় নি।এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দলনে নামতে বাধ্য হব।” যদিও এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ পেট্রলপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বামেদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584