জেলাশাসকের সমর্থনে ঐক্যবদ্ধ বন্ধ চা বাগান শ্রমিকরা

0
68

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

protests of tea garden workers
আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিকরা।নিজস্ব চিত্র

জেলাশাসক নিখিল নির্মলের পাশে দাঁড়ালো চা বাগানের শ্রমিকরা ।আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের সমর্থনে আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি,কুমারগ্ৰাম সহ  বিভিন্ন চা বাগানের কয়েকশো শ্রমিক ডুয়ার্স কন‍্যার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা দাবী করে নিখিল নির্মলের মত জেলাশাসক আলিপুরদুয়ারে থাকা দরকার এবং তারা নিখিল নির্মল জিন্দাবাদ ধ্বনি তুলে প্রায় আধ ঘণ্টা মত ডুয়ার্স কন‍্যা সামনে বিক্ষোভ প্রদর্শন পর পুলিশ কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং বিক্ষোভকারীরা ডুয়ার্স কন‍্যা সামনে ময়দানে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

protests of tea garden workers 2
জেলা শাসকের সমর্থনে বিক্ষোভ।নিজস্ব চিত্র

আজকের বিক্ষোভ কর্মসূচিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বন্ধ চা বাগানের শ্রমিকরাও আসেন।

আন্দোলনে অংশগ্রহণকারী বন্দনা সাহা সরকারের বক্তব্যঃ

তারা জানান,এই প্রথম জেলাশাসক যিনি বন্ধ চা বাগান এবং অন‍্যান‍্য চা বলয়ের জন‍্য  ভেবেছে চিন্তা করেছে সরকারি প্রকল্পগুলোর সুবিধা যাতে চা শ্রমিকরা পায় তার ব‍্যবস্থা করেছে আমরা এই জেলাশাসককে যেতে দেবনা।

আরও পড়ুনঃ খাঁচাবন্দী হল চিতাবাঘ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here