মনিরুল হক,কোচবিহারঃ
কোলকাতায় পুলিশ-সিবিআই টানাপড়েনের জের এসে পড়ল কোচবিহারেও।সকাল হতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোচবিহার শহরের সাগর দিঘীর পাড়ে গান্ধী মূর্তির পাদদেশে এসে জমায়েত হতে শুরু করে।সেখান থেকে তাঁদের একটি মিছিল করে সুনীতি রোডে কেন্দ্রীয় সরকারের একটি দফতরের সামনে বিক্ষোভ দেখায়।পরে সেখান থেকে এসে ফের গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে পড়েন।ঐ মিছিল ও ধর্নার নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার ১ নম্বর ব্লক সভাপতি খোকন মিয়াঁ ও কার্যকারী সভাপতি আজিজুল হক।এরপর নিউ কোচবিহার ষ্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাজধানী ট্রেন আটকে দেওয়ার কর্মসূচী রয়েছে বলে জানা যায়।বেলা ১২ টা নাগাদ তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায়ের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে। বেলা ৩ টা থেকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদের নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা হয়।
আরও পড়ুনঃ কালনায় সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
খোকন মিয়াঁ ও আজিজুল হক জানান,”মোদীর প্রতিহিংসা মূলক রাজনীতির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন।তিনি যতক্ষন ধর্না চালিয়ে যাবেন, ততক্ষণ আমরাও মিটিং মিছিল,ধর্না করে যাবো। শুধু কোচবিহার শহর নয় জেলার সমস্ত ব্লক, গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584