নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদে একজোট গ্রামবাসীরা

0
104

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটথানার কোয়ারন গ্রামে নব নির্মিতরাস্তার মান অত্যন্ত নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরী করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ এলাকা বাসীর ।এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার  সকালে  গ্রামের বাসিন্দারা  রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং বিক্ষোভ দেখায় নির্মাণ সংস্থারকর্মীদের  ঘিরে ।

নিজস্ব চিত্র

অভিযোগ ২০১৭ সালের ডিসেম্বর মাসে কাঁচা রাস্তা পাকা করার অনুমতি পায় নির্মানকারী সংস্থা। তারপরই রাস্তা তৈরীর কাজ শুরু হয়। পিচ ঢালাই এর পর গ্রামবাসী দের চোখে পরে পিচ দেবার পরই হাত দিয়ে খামচালে আপন মনে পিচসমেত পাথর উঠে আসছে। এব্যাপারে ঠিকাদার সংস্থার কর্মীদের জিজ্ঞাসা করা হলে তার উত্তর দিতে পারেনি তারা, এবং রাস্তা নির্মানের সিডুল দেখতে চাইলেও তা না দেখাতে পারায় এদিন বিক্ষোভ শুরু করে।   গ্রামবাসি দের অভিযোগ কাজ তড়িঘড়ি  শেষ করতে গিয়ে সঠিক ভাবে পিচ দেওয়া হচ্ছে না।রোলার চালানো হয়েছে এবং ২৪ঘন্টার পরেই  চাকলা উঠে আসছে রাস্তা থেকে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বেহাল রাস্তায় বাঁশ বিছিয়ে যাতায়াত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here