ঋণ না নিয়েও ব্যাঙ্কের নোটিস,বিক্ষোভ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর

0
197

শ্যামল রায়,কালনাঃ

protests of women self help group for bank notice
নিজস্ব চিত্র

ব্যাঙ্ক থেকে ঋণ নেননি অথচ ব্যাঙ্কের নোটিশ।এই ধরনের ঘটনার প্রতিবাদে সরব হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।সোমবার সকালে পূর্বস্থলী ১নম্বর ব্লকের সমুদ্রগড়ের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা নাদনঘাট মোড়ে থাকা ওই ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।
পেশায় তাঁতশ্রমিক শিল্পী দাস,বীণা রায়,ঝর্ণা দাস,মিলন বসাকরা বলেন,‘হঠাৎ করেই বাড়িতে ব্যাঙ্কের নোটিশ আসে ঋণের টাকা পরিশোধ করবার জন্য।স্বাভাবিক কারণেই বিনা মেঘে বজ্রপাতের মতোই ঘটনা ঘটে।কারণ নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কোনো রকমে আমরা দিন চালাই।স্বাভাবিক কারণেই কান্নার রোল উঠেছে বিভিন্ন পরিবারে।আর পূর্বে ব্যাঙ্কের যে ঋণ নেওয়া ছিলো সে তো দশ বছর আগেই শোধ হয়ে গেছে,আমরা সহজ সরলভাবেই ওনার মাধ্যমে এর আগে টাকা শোধ করে দিই।”
যদিও পূর্বের ব্যাঙ্ক ম্যানেজারও বর্তমানে নেই।এই নতুন ম্যানেজারই এই নোটিশ পাঠিয়েছেন।এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন,”নাবার্ডের গোষ্ঠীর নাম করে কিছু লোক ব্যাবসা করছিলো।গ্রামের সহজ সরল মানুষজন তাদের বিশ্বাস করে টাকা জমা দিয়ে দেয় শোধ করার জন্য কিন্তু তাদের ঠকিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলেই শুনেছি।”

আরও পড়ুনঃ বাড়ি ভাড়া না মেলায় পোস্ট অফিসে তালা দিলেন গৃহকর্তা

প্রায়১৬ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভীষণ ভাবে প্রতারিত হয়েছে ওই ব্যাঙ্কে।সকলেই প্রকৃত তদন্তের দাবিতে সরব হয়েছেন।স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ও তদন্তের দাবিতে সরব হয়েছেন এবং প্রকৃত দোষীদের শাস্তি হোক এরকমটা উঠে এসেছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here