বালুরঘাটে বিজেপির প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ

0
73

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ
কোচবিহারে বিজেপি রাজ্য সভাপতির ওপর হামলার প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি সমর্থকরা।মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করবার সময় বিজেপি কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয় পুলিশের সাথে।ঘটনাটি ঘটেছে,দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।গত বৃহস্পতিবার কোচবিহারের সিতাই মোড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর কনভয়ে দুষ্কৃতীদের হামলা চালানোর ঘটনার প্রতিবাদ আন্দোলনে উত্তাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর কনভয়ের উপর হামলার প্রতিবাদে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কর্মী সমর্থকরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা সমাহর্তালয়ের সামনে জমায়েত হয় এবং এরপর তারা জেলা সমাহর্তালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেয়।

নিজস্ব চিত্র

ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে বেশ কিছুক্ষণ।ঘটনার পরে বিজেপি কর্মী সমর্থকরা জেলা সমাহর্তালয়ের সামনেই রাস্তার উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাতে আরম্ভ করে। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ তুলে নেয়। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন অমিত শাহ-র উপস্থিতিতে কোচবিহারের মদন মোহন মন্দিরে পূজা দিয়ে এই যাত্রার শুভ সূচনা হওয়ার কথা কিন্তু রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যাত্রা আটকাবার চেষ্টা করছে।বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন পুলিশের উপস্থিতিতে দিলীপ ঘোষের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি গতকাল থেকে লাগাতার আন্দোলনে সামিল হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বৃহস্পতিবারও সন্ধায় বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির উদ্যোগে বালুরঘাটের বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর কনভয়ের উপর হামলা চালানোর ঘটনার প্রতিবাদে বালুরঘাট শহরে প্রতিবাদ মিছিল করেছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here