বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে এদিন শিলিগুড়ির চিলড্রেন পার্কস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা সম্পাদক জীবেশ সরকার।তিনি বলেন নির্বাচনী বৈতরনী পার করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার যে জঘন্য কার্যকলাপ গতকাল করেছে তা অত্যন্ত নিন্দনীয়। বহিরাগত দুস্কৃতিদের দ্বারা যে দাঙ্গার পরিস্থিতি তৈরী করেছে তার থেকে রেহাই পাইনি বিদ্যাসাগর পর্যন্ত।যেভাবে মূর্তি ভাঙ্গা হয়েছে তাতে আমরা মনে করি শুধু বাংলার সংস্কৃতি নয় দেশের সংস্কৃতিকে ভাঙ্গা হয়েছে।
আরও পড়ুনঃ বিদ্যাসাগর মূর্তি ধ্বংসের প্রতিবাদ ফালাকাটায়
এর পাশাপাশি তিনি আরও বলেন যে,মূর্তি ভাঙ্গার রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584