মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহারের এক দৈনিক পত্রিকার সাংবাদিকের বাড়িতে হামলার প্রতিবাদে রবিবার মাথাভাঙ্গায় পথে নামলো সাংবাদিকরা।
সাংবাদিকের বাড়িতে হামলার প্রতিবাদে মাথাভাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকারের কাছে মাথাভাঙ্গা মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা একটি স্মারকলিপি দেন।
সাংবাদিকরা যাতে নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে তারও দাবি জানানো হয়।
কোচবিহার ১ নং ব্লকের জিরানপুর এলাকায় তুষার দে নামে এক সাংবাদিকের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ,ভোটের ফল প্রকাশের পরে জেলার বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। বিজেপির পতাকা হাতে নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ।যদিও বিষয়টি খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা।
তিনি বলেন,এটি দুঃখ জনক ঘটনা।এই হামলার ঘটনার সাথে যদি আমাদের কেউ জড়িত থাকে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরণের ঘটনাকে সমর্থন করি না।
মাথাভাঙ্গা মহকুমা প্রেস ক্লাবের সদস্য বরুণ সাহা বলেন,সাংবাদিকের বাড়িতে হামলা ও তাঁর প্রতিবাদে এবং জেলার কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছি।
আরও পড়ুনঃ সাংবাদিকের বাড়িতে আক্রমণ,অভিযোগের তির বিজেপির দিকে
সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিক তুষার দের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তাঁর নিন্দা করে দুষ্কৃতিদের শাস্তির দাবি জানান হয় মাথাভাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে।
আজ দুপুরে সাংবাদিক তুষার দের বাড়িতে গিয়ে ওই ঘটনা নিয়ে খোঁজ নেন কোচবিহার কোতোয়ালী থানার আইসি সৌম্যজিত রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584