বেআইনী ভাবে জলাভূমি ভরাট রুখতে বিক্ষোভ

0
102

হরষিত সিং, মালদহঃ

শহরের নোংরা আবর্জনা দিয়ে বেআইনী ভাবে জলাভূমি ভরাট করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।ঘটনায় দুটি ট্রাক্টার আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাল মালদহের ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়াডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দারা।

আটকানো ট্রাক্টার ।ছবিঃ অভিষেক দাস 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মালঞ্চপল্লী এলাকায় ভাটা পুকুর এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে চলছে জলাশয় ভরাটের কাজ। এলাকার কিছু মাফিয়াদের মদতে গভীর রাত থেকে শুরু হয় জলাশয় ভরাটের কাজ।স্থানীয় বাসিন্দারা জানান,তারা বিষয়টি বহুবার স্থানীয় কাউন্সিলার পরিতোষ চৌধুরিকে জানান কিন্তু তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ। স্থানীয়রা জানান গভীর রাত থেকে জলাশয় ভরাটের কাজ শুরু হওয়ায় নিত্যদিন রাতে সমস্যায় পড়েন স্থানীয়রা।ট্রাক্টারের শব্দে তাদের ঘুম ভেঙে যায়।এছাড়াও জলাশয় ভরাটের কাজে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের নোংরা আবর্জনা জলে ফেলা হচ্ছে।

ছবিঃ অভিষেক দাস

তা থেকে বিভিন্ন রোগজীবাণু ছড়ানোর আশঙ্খা করছেন বাসিন্দারা।দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকালে দুটি মাটি বোঝায় ট্রাক্টার আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।বিষয়টি এলাকার কাউন্সিলার পরিতোষ চৌধুরিকে জানায় বিক্ষোভ কারীরা। তিনি এক বারের জন্যও ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ।দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বেআইনি ট্রাক্টার দুটি পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here