মনিরুল হক, কোচবিহারঃ
বাংলা আবাস যোজনার কাজের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ২৪০ জন রাজমিস্ত্রিকে শংসাপত্র প্রদান করল কোচবিহার জেলা প্রশাসন। বৃহস্পতিবার কোচবিহার জেলা পরিষদের হলঘরে রাজমিস্ত্রিদের শংসাপত্র দেওয়া হয়। এই শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক সাহা, জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ শুচিস্মিতা দেব শর্মা, মোমতাজ বেগম সহ অন্যানরা। এদিন জেলা শাসক ও অন্যান্য উপস্থিত ব্যক্তিরা রাজমিস্ত্রিদের হাতে শংসাপত্র তুলে দেন। জানা গিয়েছে, বাংলা আবাস যোজনার জন্য নাগপুরের একটি সংস্থার দ্বারা ২৪০ জন রাজমিস্ত্রিকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। ৪৫ দিন ধরে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর এদিন তাদের শংসাপত্র দেওয়া হল। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও রাজমিস্ত্রিদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।
জেলা শাসক কৌশিক সাহা বলেন, “বাংলা আবাস যোজনার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া ২৪০ জন রাজমিস্ত্রিকে আজ শংসাপত্র প্রদান করা হল। ৪৫ দিন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাম উন্নয়নকে আরও অগ্রগতি দেওয়ার জন্যে এবং তাঁর সূচকে ত্বরান্বিত করার জন্য রাজমিস্ত্রিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584