নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাংলা দরিদ্র পরিবারের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের মাথায় ছাদ যুক্ত পাকা বাড়ি তৈরি করে দেওয়ার।প্রশাসনকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন।সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে, মালদহ জেলার ইংরেজবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে, সংখ্যালঘু দুঃস্থ গৃহহীনদের,গৃহ নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুদান তুলে দেওয়া হয় ইংরেজবাজার ব্লকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী,ইংরেজবাজার ব্লকের বিডিও দেবর্ষি মুখার্জী, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য অতিথিরা।
এদিন ইংরেজবাজার ব্লকের বিভিন্ন এলাকা থেকে অতি দুঃস্থ ও প্রতিবন্ধীদের চিহ্নিত করে তাদের হাতে গৃহ নির্মাণের জন্য ৮৯ জনকে ৬০ হাজার টাকা করে চেক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।প্রত্যেককে মোট ১,২০০০০ টাকা করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৬০ হাজার টাকা দেওয়া হলো এবং গৃহ নির্মাণ শুরু করার পর আরো ৬০ হাজার টাকা তুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে শিশু আলয় দিবস উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584