মনিরুল হক, কোচবিহারঃ
ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের সরকারি আর্থিক সাহায্য প্রদান করা হল কোচবিহারে। রাজ্য সরকারের সহযোগিতায় আজ কোচবিহার ১ নং ব্লকের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। কোচবিহার ১ নং ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এদিন ধলুয়াবাড়িতে এই আর্থিক সহায়তা প্রদান শিবির করা হয়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ ও কৃষি দপ্তরের আধিকারিকরা। এদিন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের ক্ষতিপূরণ বাবদ ২২ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে বলে জানা গিয়েছে। এটা আরও বাড়তে পারে বলেও খবর।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “বিগত দিনে ঝড় ও শিলা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও আর্থিক সহযোগিতা করেছিল রাজ্য সরকার। আজ এখানে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতা করা হল। তাদের হাতে চেক তুলে দেওয়া হল।”
আরও পড়ুনঃ বৃদ্ধাকে দেখতে হাসপাতালে মহিলা কমিশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584