প্রশিক্ষণ দিয়ে চারাপোনা প্রদান

0
53

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

provide saplings with training | newsfront.co
চারাপোনা প্রদান।নিজস্ব চিত্র

স্বনির্ভর হবার লক্ষ্যে মৎস দফতরের উদ‍্যোগ জল ধরো জল ভরো প্রকল্পে আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে চোত্রিশ জন উপভোক্তাকে মাছের পোনা দেওয়া হল।মৎস দফতর থেকে এর আগে কালচিনি এলাকার এই চৌত্রিশ জনকে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং পুকুর খনন করে দেওয়া হয়েছিল আজ রুই , কাতল,মৃগেল এর পোনা দেওয়া হল এবং তার সাথে সাথে চুন ও প্রদান করা হয়েছে । উপস্থিত ছিলেন কালচিনি ভূষণ শেরপা, কালচিনি পঞ্চায়েতে সমিতির সভাপতি অরুণা পরিয়ার।মৎস সম্প্রসারণ আধিকারিক বিপুল মজুমদার জানান আমরা আশাবাদী এর দ্বারা উপভোক্তারা উপকৃত হবে পরবর্তীতে এই উপভোক্তাদের মাছের খাবারও প্রদান করা হবে।

provide saplings with training | newsfront.co
বিপুল মজুমদার,মৎস সম্প্রসারণ আধিকারিক।নিজস্ব চিত্র

আরও পড়ুন: আদিবাসীদের বারো দফা দাবীতে বিক্ষোভ ডেপুটেশন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here