তালবাগিচায় উদ্বাস্তু পরিবারকে পাট্টা প্রদান

0
54

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের তালবাগিচা এলাকায় বসবাসকারী ১০৮টি উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা বুধবার সরকারি ভাবে তুলে দেওয়া হলো। এদিন পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Providing lease to families of Talbagicha refugees | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কমল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলার তৃণমূল বিধায়করা। এদিন আনুষ্ঠানিক ভাবে কয়েকজনের হাতে পাট্টা তুলে দিয়ে শুভেন্ধু অধিকারী জানান, ‘ সরকার এসেছে , সরকার গেছে কিন্তু আপনাদের আন্দোলনের ফল মেলেনি। আপনাদের জমির অধিকারের লড়াইয়ের স্বীকৃতি দিয়েছেন গণ আন্দোলনের নেত্রী মমতা ব্যানার্জি।

Providing lease to families of Talbagicha refugees | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূল নেত্রী যে সর্বদা জমি রক্ষায় কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকেছেন তা উল্লেখ করে জানান, ‘ যিনি সিঙ্গুরে চাষী দের জমি ফেরতের দাবিতে তাঁদের পাশে থেকে ২৬ দিন অনশন করেছেন । যিনি নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে জমির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তিনিই আজ আপনাদের অধিকার প্রতিষ্ঠা করলেন।’

আরও পড়ুনঃ দীপাবলি উপলক্ষে প্রশাসনিক সভা জলঙ্গীতে

সারা রাজ্যের পাশাপাশি খড়্গপুর গ্রামীনের খাস জঙ্গল এবং খড়্গপুর শহরের তালবাগিচা , দীনেশ নগর , রবীন্দ্র পল্লীর এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here