উত্তরবঙ্গের তিন জেলায় ক্লার্কশিপ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৬ ডিসেম্বর

0
47

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গত ৬ ডিসেম্বর রেল ও সড়ক অবরোধের জেরে ক্লার্কশিপ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি উত্তরবঙ্গের কয়েকশো প্রার্থী। আগামী ২৬ ডিসেম্বর তাঁদের জন্য ফের নতুন করে লিখিত পরীক্ষার আয়োজন করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি)।

public service commission | newsfront.co
ফাইল চিত্র

আগামীকাল শনিবার থেকে কমিশনের ওয়েবসাইটে লগ-ইন করে নতুন অ্যাডমিট তুলতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা।প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর ডালখোলায় আদিবাসীর ট্রেন ও সড়ক অবরোধ করে। সেই সূত্রে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকশো পরীক্ষার্থী শিলিগুড়ির পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি।

আরও পড়ুনঃ কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

রাজ্য সরকার ওইদিনই পিএসসি’কে বলেছিল, যাঁরা সেদিন পরীক্ষা দিতে পারেননি, তাঁদের জন্য নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ প্রসঙ্গে কমিশনের এক কর্তা বলেন, “নবান্ন এবং জেলাশাসকের থেকে আমরা রিপোর্ট তলব করেছিলাম।

আরও পড়ুনঃ তৃণমূলের সঙ্গে যা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি: অধীর

সেখানে স্পষ্ট উল্লেখ আছে, ৬ ডিসেম্বর ডালখোলায় রেল ও সড়ক অবরোধের কারণে যাঁরা পরীক্ষা দিতে পারেননি, তাঁদের জন্য ২৬ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।”

কমিশন সূত্রে খবর, ২৬ ডিসেম্বর পরীক্ষার জন্য পৃথক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। সূত্রের দাবি, নতুন বছরের গোড়াতেই পিএসসি ক্লার্কশিপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here