জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন

0
113

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Public awareness programs initiative by district police
নিজস্ব চিত্র

দুরন্ত অভিনয়ে উপস্থিত দর্শকদের মন জয় করলেন মেদিনীপুরের অগ্রণী আবৃত্তি ও শ্রুতি-নাটক প্রশিক্ষণ সংস্থা ‘ কাব্য ও কলা’।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় আনন্দপুর থানার ব‍্যবস্থাপনায় ‘জনসংযোগ কর্মসূচী’তে সংস্কৃতিক সংস্থা কাব‍্য ও কলা মঞ্চস্থ করলো “অপবাদ” নাটকটি।সোমবার আনন্দপুর থানার লালপুকুর গ্রামে জুনপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিভিন্ন জনসচেতনতা মূলক অনুষ্ঠান।সেখানেই ‘কাব‍্য ও কলা’ পরিবেশন করে ডাইনি প্রথার বিরুদ্ধে লড়াই বিষয়ক নাটক- ‘অপবাদ’।

Public awareness programs initiative by district police
নিজস্ব চিত্র

নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন যথাক্রমে দীপেন সামন্ত ও মানস হাজরা।কাব্য ও কলার পক্ষে এই নাটকে অভিনয় করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেন নাটকের কলা কুশলী চিত্তরঞ্জন দাস,মিষ্টি দাস,অনন্যা দাস, পিয়ালী সাউ,মানস হাজরা,দীপেন সামন্ত,সুশান্ত চৌধুরী,সুরজীৎ সোম,বংশী বদন মাহাত সহ অন‍্যান‍্যরা।

আরও পড়ুনঃ রোড সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে নাটক

Public awareness programs initiative by district police
মঞ্চস্থ হচ্ছে নাটক। নিজস্ব চিত্র

নাটক দেখে খুশি আনন্দপুর থানার ওসি সুবীর মাজি সহ পুলিশের অন‍্যান‍্য কর্মকর্তাগণ।মেদিনীপুরের ‘কাব্য ও কলা’র কর্ণধার চিত্তরঞ্জন দাস বলেন, ‘কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য।আমরা আগামী দিনে আরো ভালো নাটক উপহার দিতে চাই।’ নাটক বাদেও এদিন অন‍্যান‍্য জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণও এদিন সংগঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here