এলাকায় নতুন মুখ,চোর সন্দেহে গণধোলাই

0
122

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

public beating on suspect of thieves 2
নিজস্ব চিত্র

চোর সন্দেহে দুজনকে পেটালো গ্রামবাসীরা।সকালে বাড়ি থেকে বের হয়েছিলো শ্বশুরবাড়ির যাওয়ার জন্য, অন্য জন কলকাতা থেকে এসেছিল শালার শ্বশুরবাড়ি।একজন ইব্রাহিম খাঁ অন্যজন অনিমেশ।

public beating on suspect of thieves
আক্রান্তরা।নিজস্ব চিত্র

দুজনের নতুন মুখ দেখে সন্দেহ হয় এলাকাবাসীর।তারপরেই চলে বেধড়ক মার।ঘটনাটি ঘটে মগরাহাট থানার আতাসুরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খাঁ (৩৫) বাড়ি মগরাহাট এলাকার দক্ষিণ বিলেন্দরপুর গ্রামে ও অনিমেষের বাড়ি নৈহাটিতে। এদিন সকালে ইব্রাহিম খাঁ বাড়ি থেকে বের হয় চালতাবেড়িয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য।অন্যদিকে নৈহাটি থেকে অনিমেষ আসে শালার শ্বশুর বাড়িতে।

আরও পড়ুনঃ পৌরপতির লোক পরিচয় দিয়ে গভীর রাতে পাড়ায় তান্ডব

public beating on suspect of thieves 4
ঘটনাস্থল।নিজস্ব চিত্র

সকালে রাস্তায় দুজন নতুন মানুষ দেখে স্থানীয় কিছু মানুষ বেধড়ক মার শুরু করে। তাদের উদ্ধার করে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

public beating on suspect of thieves 3
উদ্ধার।নিজস্ব চিত্র

অবস্থার অবনতি হওয়ার জন্য তাদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে এলাকায় মগরাহাট থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে পৌঁছায়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here