লালগড়ে কুড়মিদের জন সমাবেশ

0
147

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Public convocation at lalgarh
নিজস্ব চিত্র

ভোটের আগে রাজনৈতিক দলগুলিকে তিন দফা দাবিতে সোমবার লালগড় ফুটবল মাঠে বিশাল জমায়েত করে সভা করল কুড়মীরা। সংগঠনের মূল দাবি, কুড়মিদের পুনরায় আদিবাসী (এসটি) তালিকাভুক্ত করতে হবে, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং ‘কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে।

Public convocation at lalgarh
নিজস্ব চিত্র

তবে লোকসভা ভোটের আগে কুড়মিদের এই জমায়েত খুবই তাৎপর্যপূর্ন বলে মনে করছেন অনেকেই। ২৭ মার্চ বাঁকুড়ার রাইপুরে এবং ২৯ মার্চ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের খেমাশুলিতে সমাবেশ হবে। ৩০ মার্চ বাঁকুড়াতে কেন্দ্রীয় কমিটির মিটিং-এ কুড়মি সমাজ কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে তা জানা যাবে।

আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে মিছিল

Public convocation at lalgarh
নিজস্ব চিত্র

তাই ৩০ মার্চের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দল।কারণ, জঙ্গলমহলের এই কেন্দ্রে মোট ভোটারের ২২ শতাংশ কুড়মি।আর পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর মিলিয়ে জঙ্গলমহলের লোকসভা কেন্দ্রগুলি ধরলে কুড়মি ভোটার রয়েছেন প্রায় ৪২ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here