নিজেকে জনতার হাতের পুতুল বলে উল্লেখ সুকান্তর

0
68

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Public hand doll called sukanto
নিজস্ব চিত্র

ভোটে জিতলে আমি আপনাদের পুতুল মাত্র,এইভাবেই প্রচার করছেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।মঙ্গলবার সকাল ৯টা নাকাদ বালুরঘাট শহরের বুড়িকালিকে প্রনাম করে জনসম্মুখে প্রচারে বের হন তিনি।সেখানে একটি ছোট সভাও করেন।

Public hand doll called sukanto
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূলের কার্যালয়ে বিজেপির প্রতীক

সেখানে তিনি বলেন আমাকে যদি নির্বাচনে জয়যুক্ত করে পাঠান তবে আমি সংসদে আপনাদের হয়ে কথা বলার সুযোগ করে দেন তাহলে আপনারা যা যা বলবেন তাই-ই বলবো।এছাড়া মুখ্যমন্ত্রী সহ প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে কটাক্ষ করে বলেন বিজেপি সরকার কেন্দ্রে পুনরায় এলে পার্টনার শীপ কারখান বাতিল করে অন্য শিল্পকারখানা প্রতিস্থাপন করবো।তাতে বেকার সমস্যা অনেকটাই লাঘব হবে বলে তিনি প্রচারের হাতিয়ার করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here