সুদীপ পাল,বর্ধমানঃ
মাসিক ভাতা মাত্র চারশো টাকা।তাই দিয়েই দিন গুজরান করছেন সিএইচজি কর্মীরা।স্থানীয় কর্মী মিহির মুখার্জী বলেন, ১৯৭৭ সালের ২ অক্টোবর তৎকালীন কেন্দ্রীয় সরকার গ্রামীণ জন স্বাস্থ্যরক্ষা স্বেচ্ছাসেবী প্রকল্প নামে নতুন এক প্রকল্প সারা ভারতে শুরু করে।পরবর্তীকালে সারা ভারত থেকে ২০০১ সালে প্রকল্পটি কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নেয়।কিন্তু তৎকালীন রাজ্য সরকার পশ্চিমবঙ্গে প্রকল্পটি বহাল রেখেছিলেন ও কেন্দ্রের মতই ভাতা প্রদান করেন।কিন্তু বর্তমানে মাসিক ভাতা মাত্র চারশো টাকা।ফলত অর্দ্ধাহারে দিন কাটাতে হচ্ছে।স্থানীয় নির্মল ভট্টাচার্যসহ অন্যান্য কর্মীরা বলেন,২০০৮ সালে নিয়োগ করা হয় আশাকর্মীদের। বর্তমানে আশাকর্মীদের মাসিক ভাতা তেরোশো টাকা হলেও একই কাজ করার জন্য ভাতা দেওয়া হয় মাত্র চারশো টাকা।স্থানীয় তৃণমূল নেতা সীতারাম গোস্বামী বলেন,বর্তমান সরকার আসার আগে এই কর্মীরা তিনশত টাকা মাসিক ভাতা পেতেন। বর্তমান রাজ্য সরকার একশো টাকা বৃদ্ধি করায় তা এখন চারশো টাকায় পরিনত হয়েছে। সরকারী দফতর গুলিতে আবেদনপত্র দিলে তাঁরা নিশ্চয় বিষয়টি সহানুভূতির সাথে দেখবেন।
আরও পড়ুনঃ সরকারি অন ডিউটির স্টিকার সাঁটিয়ে তোলাবাজি,গ্রেফতার দশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584