নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে কিন্তু গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে মুখে কুলুপ সরকারের। এবার গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল।
বিভিন্ন রাজ্য থেকে আগত সাধু সন্ন্যাসী মিলিয়ে প্রায় ৩০ লক্ষ মানুষের জমায়েত হবে মেলায় বাড়বে সংক্রমণ, ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা এই আশংকায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন ওই চিকিৎসক। জানা গিয়েছে এই সপ্তাহেই হতে পারে মামলার শুনানি। ইতিমধ্যে গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এমনকি কলকাতার বাবুঘাটেও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তৈরি হয়ে গিয়েছে প্যান্ডেল। আসতে শুরু করেছেন সাধুরা।
সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্যে ফের বন্ধ করা হয়েছে স্কুল কলেজ, নতুন করে জারি হয়েছে বিধি নিষেধ যা আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই পরিস্থিতিতে আগামী ১০ জানুয়ারি শুরু হবে গঙ্গাসাগর মেলা, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সবথেকে বেশি ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর করোনার কারণেই গঙ্গাসাগর মেলার আয়োজন সেভাবে করা হয়নি।
আরও পড়ুনঃ দিল্লি ও মুম্বাই থেকে আসা বিমান অবতরণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা, লাগু ৫ জানুয়ারি থেকে
কাজেই এবছর আরও বেশি সংখ্যক তীর্থযাত্রী আসার আশঙ্কা রয়েছে। আর এতেই চিকিত্সকদের একাংশের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। ইতিমধ্যেই বহু চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন করোনায় কাজেই এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় গঙ্গাসাগর মেলার প্রভাব যে ভাল রকম পড়বে সেকথা বলা ই বাহুল্য। চিকিৎসকদের একাংশ তাই এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন আদালতের রায়ের দিকে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঘোষণা মত আজ থেকে দেশজুড়ে শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584