আধারের লাইনে দাঁড়িয়ে বিপাকে আমজনতা

0
189

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

বহরমপুর প্রধান ডাকঘরের সামনে বুধবার দুপুর থেকে মানুষের ভিড়। এনআরসি বিতর্কে মানুষ এখনও আতঙ্কিত।

public trouble in aadhar card enrollment center at berhampur | newsfront.co
রাস্তাতেই বসবাস শুরু আধারের লাইনের অপেক্ষারত নাগরিকদের। নিজস্ব চিত্র

আধার কার্ড সংশোধন বা কার্ড করার জন্য রীতিমতো লম্বা লাইন মানুষের। রাস্তার ধারে কাতারে কাতারে মানুষ প্রায় ১ কিলোমিটার পর্যন্ত মশারি টাঙিয়ে কেউ বা প্লাস্টিক পেতে এই ঠান্ডার মধ্যে শুয়ে আছেন।

public trouble in aadhar card enrollment center at berhampur | newsfront.co
সুকুরুদ্দিন সর্দার, অপেক্ষারত নাগরিক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রকাশ্য মঞ্চে সরকারি আধিকারিকের ‘চাকরি নিয়ে টানাটানির’ হূঁশিয়ারি ক্রেতা সুরক্ষা মন্ত্রীর

প্রায় ২০০০ মানুষ গতকাল এই লাইনে দাঁড়িয়ে ছিলেন। তাদের একটাই বক্তব্য যে কেন্দ্র সরকার এই জিনিসটা বন্ধ করুক যা দেশে সাম্প্রদায়িকতা আনছে। কেন্দ্র সরকার ভেদাভেদের সৃষ্টি করা হচ্ছে বলে তারা জানান।

ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ ফাঁকা জায়গায় থেকে সমস্যায় পড়ছেন মানুষ। এই নিয়ে ক্ষোভে ফেটেও পড়েন তাঁরা এবং সরাসরি প্রশাসনিক কর্তাদের উপর ক্ষোভ উগরে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here