কেশপুরে দীপাবলি উপলক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি

0
88

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুর ব্লকের জাগ্রত প্রদীপ সংঘের উদ্যোগে পাঁচদিনের ধরে অনুষ্ঠিত হলো নানাবিধ সমাজসেবা মূলক কর্মসূচি।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পশ্চিম পাকুড়িয়া জাগ্রত প্রদীপ সংঘের পরিচালনায় বিগত ৮ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর অনুষ্ঠিত হল নানাবিধ জনহিতকর কর্মসূচী।৮ই নভেম্বর বিশিষ্ট দন্তচিকিৎসকদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির।

সম্বর্ধনা মঞ্চ। নিজস্ব চিত্র

ঐ দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করলেন।১০ই নভেম্বর পশ্চিম পাকুড়িয়া জাগ্রত প্রদীপ ফার্মার্স ক্লাব-এর পরিচালনায় সম্পন্ন হল এক কৃষি বিষয়ক আলোচনা সভা।কেশপুর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে প্রায় এক সহস্র কৃষিজীবী মানুষ এই আলোচনা শিবিরে অংশগ্রহণ করলেন।১১ই নভেম্বর,রবিবার জাতীয় শিক্ষা দিবস উদ্‌যাপন মাথায় রেখে অনুষ্ঠিত হল কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা,গুণীজন সম্মাননা এবং দুঃস্থ শিশুদের শীতবস্ত্র বিতরণ। ঐদিন রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড.বিবেকানন্দ চক্রবর্তী-কে সংবর্ধিত করা হয়।ড.বিবেকানন্দ চক্রবর্তী এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

ডঃ বিবেকানন্দ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার সম্পাদক মধূসুদন ভুঁঞ্যা।জাতীয় শিক্ষা দিবসে আমন্ত্রিত জাতীয় শিক্ষক রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শন নিয়ে সবিষদ আলোচনা করেন। ওইদিন সন্ধ্যায় সর্প সচেতনতা বিষয়ে একটি আলোচনাচক্র সম্পন্ন হয়। ১২ই নভেম্বর মেদিনীপুর রোটারি আই হসপিটালের ব্যবস্থাপনায় সম্পন্ন হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির।গ্রাম বাংলার বহু মানুষ এই শিবিরে উপস্থিত থেকে চক্ষু পরীক্ষা করলেন। বিভিন্নদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে (সেনগুপ্ত), ১৫নং এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্দিরা নায়েক, উপপ্রধান মনিরুল হক্‌, রোটারি আই হসপিটালের চেয়ারম্যান মদন মোহন মাইতি, দন্ত চকিৎসক ডাঃ অর্ধেন্দু সামন্ত, কেশপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বাদল চন্দ্র মণ্ডল সহ বহু বিশিষ্টজন।প্রতিদিন সন্ধ্যেবেলায় অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কদিনের অনুষ্ঠানের সঞ্চালনায় যিনি অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন তিনি এলাকার বিশিষ্ট শিক্ষাব্রতী অতনু মান্না।পশ্চিম পাকুড়িয়া জাগ্রত প্রদীপ সংঘের বর্তমান সভাপতি ও সম্পাদক যথাক্রমে সমাজসেবী বনমালী মণ্ডল ও সন্দীপ মণ্ডল। এক প্রশ্নের উত্তরে সংঘের সভাপতি বনমালী মণ্ডল বলেন, “আমরা আমাদের সংঘে সারা বছর ধরে নানান জনহিতকর কর্মসূচী গ্রহণ করি ও তা পালন করি।স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে সাপ্তাহিক পাঠচক্র পরিচালিত হয়। এছাড়াও স্বাধীনতা দিবস উদ্‌যাপন,প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন, সরস্বতী পূজা,শ্যামা মায়ের আরাধনা ছাড়াও এলাকার কৃষিজীবী মানুষদের নিয়ে সম্পন্ন হয় কৃষক সম্মেলন।অত্যাধুনিক কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে কৃষিকাজ অধিক উন্নত ও বিজ্ঞানমুখী করা যায় সে বিষয়ে আলোচনা হয় ঐ সম্মেলনে।” মেদিনীপুর শহর থেকে প্রায় ২২ কি.মি. দূরে একটি প্রত্যন্ত গ্রামে যেভাবে কর্মসূচীগুলি অনুষ্ঠিত হল তা এককথায় অনবদ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here