শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বিপর্যয় থেকে সাধারন মানুষকে বাঁচাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সদা তৎপর। বিপর্যয়ের সময় কি কি করনীয় সে বিষয়ে সচেতনতার কাজ নির্বিচ্ছিন্ন ভাবে চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। এবার বিভিন্ন বিপর্যয়ের সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন লোক শিল্পীকে কাজে লাগতে চায় তারা। যাতে লোক শিল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষ বিপর্যয় সম্পর্কে সচেতন হতে পারে।
সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জগন্নাথবাটি এলাকায় কৃষ্টিকলা কেন্দ্রে বালুরঘাট মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতর এলাকার ৫০ জন লোকশিল্পীদের নিয়ে বিপর্যয় মোকাবিলা বিষয়ে কর্মশালার আয়োজন করল। এই কর্মশালায় বালুরঘাট মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক সঞ্জয় মৌলিক, ডিস্ট্রিক্ট প্রটেকশন অফিসার তরুণ সামন্ত সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

লোকশিল্পীদের এই কর্মশালায় বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় কি কি করনীয় এবং এই লোক শিল্পীরা বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় কিভাবে সাধারন মানুষকে সচেতন করতে পারবে সে বিষয়ে আলোচনা করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পীদের কাজে লাগিয়ে সাধারন মানুষকে সচেতন করার যে উদ্যোগ বিপর্যয় মোকাবিলা দফতর নিয়েছে সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে জেলার সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584