নিজস্ব প্রতিবেদন,পশ্চিম মেদিনীপুরঃ
ছোটদের সাহিত্য পত্রিকা নয়ন-এ মাতলো মেদিনীপুর শহর।কচিকাঁচাদের উচ্ছ্বাস আর বিশিষ্ট জনেদের চাঁদের হাটে প্রকাশিত হলো শিশুদের পত্রিকা “নয়ন”এর এবারের শারদ সংখ্যা ‘শরতের নয়ন ১৪২৫’।বিগত বছরগুলির মতো এবারও মঙ্গলবার বিকেলে ঠিক ৪টা ৫ মিনিটে মেদিনীপুরের রবীন্দ্র নিলয় সভাগৃহে এক ঘরোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রকাশিত হলো নয়ন।এই সভার শিশু সভাপতি ছিলেন ইভলীনা সিনহা। শিশুদের পক্ষে স্বাগত ভাষণ দেন শিশু অহনা মিশ্র।নানা বাধাবিঘ্নকে অতিক্রম করে শিশুদের জন্য এই ‘নয়ন’ পত্রিকা বিগত ৩৪ বছর ধরে অক্লান্ত ভাবে প্রকাশ করে চলেছেন সবার প্রিয় সাহিত্যিক বিদ্যুৎ পাল।
এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,বিশিষ্ট চারুকলা শিল্পী সুদীপ মাইতি, চক্ষু বিজ্ঞান বিশেষজ্ঞ অধ্যাপক শিবপ্রসাদ রাউৎকে। এদিনের অনুষ্ঠানে সুদূর কলকাতা থেকে হাজির ছিলেন তিন স্বনামধন্য শিশু সাহিত্যিক রতনতনু ঘাঁটি, দীপ মুখোপাধ্যায়,সুনির্মল চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল,সঙ্গীত শিল্পী হায়দার আলি, লোকসংস্কৃতি গবেষক মধূপ দে,মেদিনীপুর জেলা সাহিত্য একাডেমীর সম্পাদক ভবেশ বসু,শিল্পী বিশ্ব বন্দ্যোপাধ্যায়,সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,কবি অভিনন্দন মুখোপাধ্যায়,রবীন্দ্র নিলয়ের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,সমাজসেবী,সুব্রত রায়,সমাজকর্মী রোশেনারা খাঁন,কবি প্রভাত মিশ্র, সমাজসেবী বিজন পাল বিকাশ দে,দীপক সাহা সহ মেদিনীপুরের সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। এদিন কাব্যডিঙা,কথাকই, স্বরলিপি, রেনেশাঁস শিশু কল্যাণ কেন্দ্র,কাব্যতীর্থ, নৃত্যবিতান, নান্দনিক,তালম,মুদ্রা, আঙ্গিকাম, সঞ্চয়িতা, কাব্যামালঞ্চ,ওঁকার মিউজিক্যাল সার্কেলসহ অন্যান্য সাংস্কৃতিক সংস্থার দেড়শতাধিক শিশু ও কিশোর স্ব স্ব প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের তত্ত্বাবধানে আবৃত্তি, নৃত্য, সংগীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।সাহিত্য আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনেরা।গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন পূর্বাসা সোমা সুরুল।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ,অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ‘নয়ন’ পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল।এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র নিলয়ে দুই শতাধিক শিশু এবং তাদের অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ শিক্ষক সংবর্ধনা আল আলম মিশনে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584