প্রকাশ্যে মদ-জুয়ার আসর,প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা

0
59

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

Publicly wine and Gambling show
ছবিঃ প্রতীকী

প্রকাশ্যে ব্যাপকহারে মদ-জুয়ার কারবার চলছে পূর্বস্থলী১ নং ব্লকের বড় কোবলাসহ শ্রীরামপুর গ্রাম, সমুদ্রগড় এলাকায়।এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে ধরপাকড় করলেও আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়।অথচ লাগাতারভাবে ঐ সমস্ত যুবকদের ধরে যদি আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আর এই কারবার বাড়বাড়ন্ত হয় না বলে অভিযোগ বাসিন্দাদের।

শ্রীরামপুর গ্রামপঞ্চায়েতের অধীন বড়কোবলায় চলছে দিন দুপুরে জুয়ার ব্যবসা।এলাকাবাসীর অভিযোগ যে, এর ফলে বহু গরিব মানুষের সংসারে অশান্তি বেঁধে আছে এবং সর্বস্বান্ত হয়ে পড়ছেন অনেকেই।স্থানীয় শাসক দলের নেতাকর্মীরাও বিরক্ত প্রশাসনের উদাসীনতায়।

আরও পড়ুন: হাসপাতালের পাশে মদের দোকান,তালা দিতে বাধ্য করল স্থানীয়রা

এর আগেও অনেকবার স্থানীয় বাসিন্দারা পুলিশকে এই বিষয়ে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না বলে অভিযোগ।নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে নেমে গিয়ে শ্রীরামপুর গ্রামে ঢোকার মুখে ব্যাপকহারে এই সমস্ত কারবার হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।সমুদ্রগড় এলাকাতেও মদ এবং জুয়ার কারবার চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ যদি ব্যবস্থা না নেয়  তাহলে তারা বৃহৎ আন্দোলন করে তুলবেন।বড় কোবলার বাসিন্দা স্বপন সরকার জানিয়েছেন যে,প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জুয়ার আসর বসে পুকুর পাড়ের কাছে।পুলিশকে জানানোর পর মাঝেমধ্যে ধরপাকড় করলেও পরক্ষণেই আবার ছেড়ে দেওয়া হয়।

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযোগ পেলে অবশ্যই তারা আইনানুগ কঠোর ব্যবস্থা নেন বিষয়টির উপর পুলিশের তরফ থেকে নজর রাখা হয়েছে এমনটাই থানা সূত্রে খবর।স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে,আমরা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here