‘মাসিক দণ্ডভুক্তি বৈঠক’ পত্রিকার আত্মপ্রকাশ

0
160

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

published dandavukti baithak
নিজস্ব চিত্র

ষান্মাসিক ‘দণ্ডভুক্তি’ পত্রিকার আত্মপ্রকাশ তার নিজ পরিসরে সার্থক এবং অর্থবহ।স্থানিক ইতিহাস ও লোকায়ত সংস্কৃতির অশেষ ধারাকে বজায় রাখতে এবং আঞ্চলিক সাহিত্য চর্চাকে আরও বৃহৎ করে গড়ে তোলার উদ্দেশ্যে আঞ্চলিক ইতিহাসের গবেষক সন্তু জানার সম্পাদনায় সম্প্রতি প্রকাশিত হয়েছে, ‘মাসিক দন্ডভুক্তি বৈঠক’ -নামের একটি চার পাতার মাসিক বুলেটিন।ইতিহাসের পথে নতুন ইতিহাস গড়তে ‘দণ্ডভুক্তি’ পত্রিকার এটি একটি নতুন প্রয়াস কিন্তু কেন এই বুলেটিন? উত্তর হল,প্রায় ২০০ পাতার মূল ‘দণ্ডভুক্তি’ সকল পাঠকের হাতে পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব।

published dandavukti baithak 2
নিজস্ব চিত্র

তাই প্রতি মাসে দক্ষিন-পশ্চিম সীমানা বাংলার দাঁতন সহ বেলদা,মোহনপুর,কেশিয়ারির যে কোন একটি স্থানে দণ্ডভুক্তি-বৈঠকের মাধ্যমে আলোচনা সভা আয়োজন করে প্রবীন ও নবীন,গবেষক,কবি -সাহিত্যিক দের স্মৃতিকথা ও অভিজ্ঞতার মেলবন্ধন যেমন সম্ভব,তেমনি একটি মাসিক বুলেটিন প্রকাশ করে হাজার হাজার মানুষের কাছে ইতিহাস ও লোকসংস্কৃতির গুরুত্বও পৌঁছে দেওয়া সম্ভব।

কি থাকবে এই বুলেটিনে?বুলেটিনে থাকবে স্থানিক ইতিহাসের নতুন গবেষনা,লোকসংস্কৃতির আখড়া,থাকবে বাংলার গ্রামকথা,লোকশিল্পী পরিচিতি,আঞ্চলিক বাংলা-ওড়িয়া মিশ্রিত সুবর্নরৈখিক মিশ্র ভাষার কবিতা এবং গ্রাম বাংলার চিত্রশিল্প ও আলোকচিত্র।প্রতি মাসের প্রথম সপ্তাহে দণ্ডভুক্তি-বৈঠকের মঞ্চে থাকবেন দক্ষিন-পশ্চিম সীমানা বাংলার কবি,সাহিত্যিক ও গবেষকরা।গবেষনাধর্মী লেখা পাঠ,কবিতা পাঠ,আলোচনা,স্মৃতিকথা,ইতিহাস চর্চা এবং লৌকিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মাসিক দণ্ডভুক্তি-বৈঠক নতুন করে শেকড়ের স্বাদ দিতে চাইছে দক্ষিন-পশ্চিম সীমানা বাংলার মানুষকে।

published dandavukti baithak 4
পত্রিকা প্রকাশনা অনুষ্ঠান। নিজস্ব চিত্র

সম্প্রতি কলকাতার সল্ট লেকের রবীন্দ্র-ওকাকুরা ভবনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির আয়োজনে ১২ তম সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় অংশগ্রহন করার সুযোগ পেয়েছিল ‘দণ্ডভুক্তি’ পত্রিকা।এই উপলক্ষ্যে নিজেদের স্টলে বহুগুনীজন সান্নিধ্যে ‘মাসিক দণ্ডভুক্তি বৈঠক’ নামক মাসিক বুলেটিনের আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশিষ্ট কবি মানস কুমার চিনি ও আঞ্চলিক গবেষক জ্যোতিরিন্দ্র নারায়ন লাহিড়ি।

আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা সভা

published dandavukti baithak 3
নিজস্ব চিত্র

এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক সুজন বেরা, কবি অর্নব সাহা প্রমুখ।নিজের বক্তব্যে উদ্বোধক মানসকুমার চিনি বলেন,”প্রথম সংখ্যা থেকেই দণ্ডভুক্তি বুলেটিন ভালোবাসা কুড়িয়ে নিলো।কী সুন্দর মাটির চিন্তা।আমি মুগ্ধ তোমাদের এই প্রয়াসে . ….”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here