নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবের সাহিত্য সভায় প্রকাশিত হলো
অন্য ক্যানভাস এর অষ্টাদশ বর্ষ,৩য় সংখ্যা। প্রকাশ করেন কবি ও সম্পাদক প্রসূন কুমার পড়িয়া,শিক্ষাব্রতী চপল ভট্টাচার্য,শিক্ষাব্রতী বিনয় কৃষ্ণ চন্দ, প্রাবন্ধিক সম্পাদক অচিন্ত্য মারিক,এই পত্রিকার প্রকাশক শুক্লা বন্দ্যোপাধ্যায়।পত্রিকা প্রকাশের পর সম্পাদক বিশ্ব বন্দ্যোপাধ্যায় ‘অন্য ক্যানভাস’ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সকলকে ধন্যবাদ জানান।উপস্থিত ছিলেন বিদ্যুৎ পাল, প্রণব চক্রবর্তী,সুব্রত দাস,আকাশ রায়, নিসর্গ নির্যাস মাহাতো, অনিরূদ্ধ ব্যানার্জী, রাজেশ্বরী ষড়ংগী,পার্থ বাগচী,জয়িতা সরকারসহ অন্যান্য কবি, সাহিত্যিক সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ।এবারের সংখ্যায় ‘মুক্তগদ্য’ নিয়ে কলম ধরেছেন ঋত্বিক ত্রিপাঠী।আলোক বর্ষের কবিতায় শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত কবি
মঞ্জুষ দাশগুপ্তকে।এই সংখ্যায় রয়েছে কবি ও ছড়াকার রতনতনু ঘাঁটীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন নিসর্গ নির্যাস মাহাতো।এই সংখ্যায় রয়েছে এই দশকের কবি রাজেশ্বরী ষড়ংগীর গুচ্ছ কবিতা।এছাড়া সময়ের কবিতায় কলম ধরেছেন রবীন বসু,আকাশ রায়, শেখর সৌমেন, অচিন্ত্য নন্দীসহ অন্যান্যরা। রয়েছে গ্রন্থ আলোচনা। এবং গ্রন্থ আলোচনা করেছেন গৌতম মাহাতো।অলংকরণ করেছেন অঞ্জন মুখোপাধ্যায়,বিশ্ব বন্দ্যোপাধ্যায়,ও রবি দে। সংখ্যাটি পাঠকের কাছে মনোগ্রাহী হবে বলে আশা প্রকাশ করেছেন সম্পাদক বিশ্ব বন্দ্যোপাধ্যায় ও প্রকাশক শুক্লা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ শিশুমিত্রে ভূষিত আলিপুরদুয়ারের দুই বিদ্যালয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584