নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জেলার মেদিনীপুর শহরের অশোকনগর রেনেশাঁস ক্লাবের শ্রাবণী মেলার সাংস্কৃতিক মঞ্চে শনিবার সন্ধ্যায় আয়োজিত কুইজের অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাসিক কুইজ পত্রিকা “কুইজ দর্পণ”।আগষ্ট মাসের এই সংখ্যাটি ভারতের স্বাধীনতা আন্দোলন বীর সেনানীদের উদ্দেশ্য উৎসর্গ করা হয়েছে। এই সংখ্যাটিতে স্বাধীনতা আন্দোলনের নানা প্রচলিত ও অপ্রচলিত তথ্য রয়েছে। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনেশাঁস ক্লাবের সভাপতি প্রণব দুবে, সম্পাদক সুব্রত রায়,সহসম্পাদক বিমরেন্দ্র সিনহা, সহসভাপতি অশোক চক্রবর্তী, চিত্তরঞ্জন দাশ, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, দাদাগিরি খ্যাত শান্তনু ভট্টাচার্য, কুইজ মাস্টার অরিন্দম দাশ, ধীমান চক্রবর্তী, সুভাষ জানা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুইজ কেন্দ্রের পক্ষে রিংকু চক্রবর্তী ও সুভাষ জানা জানান এবারের সংখ্যাটি কুইজ প্রেমী, কমপিটেটিভ পরীক্ষার্থী , শিক্ষক-শিক্ষাকা ও ছাত্রছাত্রীদের যথেষ্ট উপকারে আসবে বলে তাঁদের আশা।কুইজ দর্পণের এই সংখ্যায় কলম ধরেছেন মৌসম মজুমদার, গৌতম বসু, প্রসূন পড়িয়া, আল্পনা দেবনাথ বসু, চন্দন মন্ডল, দুর্গাপদ মাসান্ত,স্নেহাশীষ চৌধুরী, সন্দীপন দাস,সন্তু জানা, সুদীপ কুমার খাঁড়া, সুভাষ জানা,চঞ্চল হাজরা প্রসেনজিৎ মাইতি,সোমনাথ ঘোড়াই ,সৌনক সাহু, শান্তনু ঘোষ, প্রমুখরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584