মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ঘূর্ণিঝড় আমপানের জেরে বিধ্বস্ত কলেজ স্ট্রিট। আমপানের দাপটে যা জল জমেছিল বইপাড়ায়, সেই জলেই ভাসতে দেখা গেছে হাজার হাজার বইকে। এখন জল কমতেই সারি দিয়ে রাস্তায় পরে রয়েছে নানা রকমের বই। চলছে বই শুকানোর কাজ। কলেজ স্ট্রিট আবার প্রাণ ফিরে পাবে, দৃঢ় বিশ্বাস বই বিক্রেতাদের। লকডাউন এবং আমপানের জোড়া ধাক্কায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রকাশক ও বই বিক্রেতারা।
বইপাড়ার সকলের কথা ভেবেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় কলেজ স্ট্রিট বইপাড়াকে উজ্জীবিত করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সমস্ত বিদেশী এমব্যাসি এবং ভারত তথা পশ্চিমবঙ্গ ও দেশ-বিদেশে বসবাসকারী সকল বইপ্রেমী মানুষের কাছে।
আরও পড়ুনঃ করোনা টেস্ট দামের ঊর্ধ্বসীমা উঠিয়ে দিল কেন্দ্র
বইপাড়ার ক্ষতিগ্রস্ত প্রকাশক ও বই বিক্রেতাদের সহায়তা প্রদানের জন্য পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রিলিফ ফান্ড হিসাবে আলাদা একটি অ্যাকাউন্ট খুলেছে। এছাড়া, ইচ্ছুক সকল দাতাদের জন্য পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের আইএফসি কোড সহ নম্বর জানিয়ে দিয়েছে। বইপ্রেমীরা সহজে এনইএফটি অথবা আরটিজিএস-এর মাধ্যমে ওই অ্যাকাউন্টে যে যার সাধ্যমতো অর্থ দান করতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584