নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
নদীর উপর তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল। অস্থায়ীভাবে বানানো সাঁকো পাড় হয়ে প্রতিমা দর্শন করবেন সাধারণ মানুষ।কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি লাগোয়া মধ্য পারোকাটার পুলপাড় দুর্গা পূজা কমিটির দুর্গা পুজোর মূল আকর্ষণ নদীর উপর তৈরি পুজো প্যান্ডেল। উদ্যোক্তারা জানিয়েছেন,এবারে তাদের পুজা ৪২ তম বর্ষ।
স্থানীয় মরা রায়ডাক নদীর উপর প্যান্ডেল তৈরির কাজ চলছে।প্যান্ডেলের উপর দেখা মিলবে থার্মোকল কারুকার্য।প্রায় পুরো প্যান্ডেলটাই তৈরি হবে থার্মোকল দিয়ে।প্রতিমা দর্শনের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে বাঁশের সাঁকো। সাঁকো পাড় হয়ে গিয়ে নদীর উপর থাকা প্যান্ডেলের ভেতরের প্রতিমা দর্শন করবেন দর্শনার্থীরা।পুজো মন্ডপের সামনে নদীতেই তৈরি করা হবে বিভিন্ন ধরনের ফোয়ারা।সব কিছু মিলিয়ে তাদের এই দুর্গাপুজা দর্শনার্থীদের কাছে অন্য মাত্রা পাবে বলে মনে করছেন পুজোর উদ্যোক্তারা। পুলপাড় দুর্গা পুজা কমিটির সম্পাদক বিট্টু সরকার জানান,পঞ্চমীর দিন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাদের পুজোর উদ্বোধন হবে।পুজোর দিন গুলিতে এলাকার দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।ডাকের সাজের প্রতিমা ও আলোকসজ্জা দর্শকদের নজর কাড়বে। কামাখ্যাগুড়ি ছাড়াও দূরদূরান্তের বহু মানুষ প্রতিবছর তাদের মন্ডপে ভিড় জমান। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন পুলপাড় দুর্গা পুজা কমিটির সদস্যরা। জোরকদমে তাদের পুজোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুনঃ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনের মধ্যে দিয়ে পূজার অনুষ্ঠানের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584