মৃন্ময় পান,বাঁকুড়াঃ
বাজেটে প্রতিযোগীতায় পেরে উঠতে না পারলেও থিম ভাবনা আর মণ্ডপ সজ্জায় শহর কলকাতার যেকোন পুজো মণ্ডপকে পাল্লা দিতে প্রস্তুত জেলার বেশ কিছু পুজো।বাঁকুড়ার বিষ্ণুপুরের সেনহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের ২১তম বর্ষের পুজোয় অভিনব থিম ভাবনা উপস্থাপিত করেছে। শিক্ষার ইঁদুর দৌড়ে যখন অভিভাবকরা তাঁদের শিশু সন্তানদের সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলি থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেসরকারী মাধ্যমের দিকে ঝুঁকছেন।ঠিক সেই মুহূর্তেই “নির্মল বিদ্যালয়'” থিম হাজির করে বড়সড় চমক দিয়েছে বিষ্ণুপুরের এই পুজো কমিটি।
মাত্র সাড়ে তিন লক্ষ টাকা বাজেটে সেনহাটি পুজো কমিটির উদ্যোক্তারা একটি দোতলা প্রাথমিক বিদ্যালয়ের আদলে মণ্ডপ তৈরী করেছেন। পাঠকক্ষ, মিড-ডে-মিলের ঘর থেকে শুরু খেলার জন্য পার্ক সব কিছুই রয়েছে এই পুজো মণ্ডপে। মণ্ডপের বাইরের অঙ্গ সজ্জায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুপাঠ্য সহজ পাঠের নন্দলাল বসুর আঁকা ছবি গুলি।এই পুজো মণ্ডপে পৌঁছে এলাকার শিশুদের প্রথম গন্তব্য হয়ে উঠছে স্কুল বাড়ির আদলে তৈরী মণ্ডপের সামনের পার্ক সহ খেলার মাঠে।
পুজো কমিটির সম্পাদক ষষ্ঠী রঞ্জন কর্মকার বলেন,সব সময়ই মানুষের প্রত্যাশা থাকে সেনহাটি কলোনীর দুর্গা মণ্ডপে নতুন কিছু দেখার।তাই তাদের প্রত্যাশা পূরণে এবারের থিম নির্মল বিদ্যালয়।
একটা স্বয়ংসম্পূর্ণ ও নির্মল বিদ্যালয় কেমন হতে পারে সেই বিষয়টাই এবার মণ্ডপ সজ্জায় তুলে ধরার চেষ্টা হয়েছে বলে তিনি জানান।সব মিলিয়ে সব থেকে বেশী দর্শনার্থী তাদের মণ্ডপেই ভিড় করবেন।এমনটাই আশাবাদী বিষ্ণুপুর সেনহাটি কলোনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584