নবনীতা দত্তগুপ্তঃ
এই পুজোতে ঘরেই খাবেন নাকি ডে-আউট করবেন তা নিয়ে বেশ চিন্তায় বাঙালি। ঘরে রকমারি রেঁধে খাওয়া মানেই বেশ ঝক্কি। আবার বাইরে খেতে গেলেও আছে করোনার চোখরাঙানি।
সব মিলিয়ে বাঙালি আজ বেজায় সংকটে। আর শুধু বাঙালি কেন, দুর্গোৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের। সুতরাং পুজোর কদিন কেমন খাওয়াদাওয়া কোথায় করবেন তা নিয়ে চিন্তিত প্রায় সকলেই।
এহেন সকলের জন্য একটা ভাল খবর দিল শহরের ব্যস্ত রেস্তোরাঁ ‘চ্যাপটার টু’। এই পুজোতে ‘চ্যাপটার টু’ ঠিক কী কী পদে টেবিল সাজাচ্ছে তা জেনে ফেলেছে নিউজ ফ্রন্ট।
পুজো স্পেশাল মেনুতে রয়েছে- ক্রিম অফ চিকেন স্যুপ, মাশরুম ককটেল, প্রন অন টোস্ট, ইংলিশ ফিশ ফিঙ্গারস, প্রন নিউবার্গ, এগ বেনডিক্ট, বেকটি ফ্লোরেন্টাইন, স্প্যাগেটি উইথ মিট বলস, জ্যুসি স্পেয়ার পোর্ক রিবস, চিকেন স্ট্রংনফ, চিকেন পাপরিকা, ল্যাম্ব গৌলাস, ল্যাম্ব চপস, মিট লাসাঙ্গে, চিজ কেক, বেকড আলাস্কা, ক্যারামেল কাস্টার্ড।
আরও পড়ুনঃ আমাদের অজান্তেই করে চলি ভুল চার্জিং, সতর্ক হন অবিলম্বে
চ্যাপটার টু-এর দুটি ঠিকানা রইলঃ
১) মনি স্কোয়ার মল, ফোর্থ ফ্লোর, ১৬৪/এ ই এম বাইপাস, কলকাতা- ৭০০০৫৬
২) পি -৩৭৭, হেমন্ত মুখোপাধ্যায় সরণী, কলকাতা- ৭০০০২৯ (কেয়াতলা রোড। নজরুল মঞ্চের বিপরীতে)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584