পুজোর গানঃ পোখরাজের কণ্ঠে ‘আমার রাত পোহালো’

0
659

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আজ তৃতীয়া। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই দুর্গোৎসবে মেতে উঠবে বাংলা। পুজো মানেই নতুনত্বের ছোঁয়া। নতুন জামা, নতুন জুতো, নতুন সাজ আর যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ সেটা হল নতুন গান। পুজোয় নতুন গান থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু রবীন্দ্রসঙ্গীত থাকবে না তা কি হয়? নাহ্, হয় না।

Iman Chakraborty | newsfront.co

আর তাই এবার পুজোর আগেই রবীন্দ্রসঙ্গীতকে নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতার দরবারে হাজির হলেন সঙ্গীত শিল্পী পোখরাজ চক্রবর্তী। ১৯ অক্টোবর ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে মুক্তি পেল ‘আমার রাত পোহালো’।

পোখরাজ চক্রবর্তীর কণ্ঠে এই গান ইতিমধ্যেই শ্রোতাবৃন্দের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। এই ভিডিও অ্যালবামটিতে প্রমিত ক্রিয়েশনের পোশাকে নতুনভাবে সেজে উঠেছেন পোখরাজ। ইমন চক্রবর্তী প্রযোজনা সংস্থার সঙ্গে এটিই পোখরাজের প্রথম কাজ।

আরও পড়ুনঃ ডিডিএলজে’র সৌজন্যে শাহরুখ-কাজলের মুকুটে জুড়ল নয়া পালক

Amar rat Pohalo | newsfront.co

জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কথায়, পোখরাজের মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লেগেছে। অপরদিকে ইমন চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে পেরে পোখরাজও বেশ খুশি।

আরও পড়ুনঃ এনগেজমেন্ট সারলেন ইমন

Music video shooting | newsfront.co

এর আগেও পোখরাজ চক্রবর্তীর কণ্ঠে বেশকিছু লোকসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শোনা গিয়েছে। গানের পাশাপাশি অভিনয়ের মধ্যে দিয়েও দর্শকের নজর কেড়েছেন এই শিল্পী। সম্প্রতি উইন্ডোজ প্রযোজিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাটিতে অভিনয় করতে দেখা গিয়েছে পোখরাজকে। এছাড়া, এই লকডাউনের মধ্যে একটি স্বল্পদৈর্ঘের ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

সদ্য মুক্তি পাওয়া ‘আমার রাত পোহালো’ অ্যালবামটিতে ফিচারিং-এর দায়িত্বে ছিলেন ঋতম বাগচি এবং পোখরাজ স্বয়ং। গিটারের দায়িত্বে ছিলেন দীপাঞ্জন রায় এবং কিবোর্ডে ছিলেন ঋতম বাগচি। এই অ্যালবামটিতে চমৎকার সিনেমাটোগ্রাফির কাজ করে দর্শকের মন জয় করেছেন প্রত্যুষ রায় দাশগুপ্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here