মহুয়া ব্যানার্জির কণ্ঠে হাজির পুজোর গান ‘বঁধুয়া রে’

0
126

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে পুজোবার্ষিকীর বই এবং পুজোর গান। পুজোর অ্যালবাম নিয়ে বছর কয়েক একটু হলেও উদাসীনতা ধরা পড়েছিল। তবে, ইউটিউব প্ল্যাটফর্ম মানুষের জীবনে বসত গড়ায় আবার চাঙ্গা হয়ে উঠেছে পুজোর গান। তবে, তা আসছে সিঙ্গলস আকারে। তবু তো আসছে, আর তাই মানুষ তার নস্ট্যালজিয়াকে খাতির করতে পারছে।

Mahua Banerjee | newsfront.co
মহুয়া ব্যানার্জি

এবারের পুজোটা একটু অন্যরকম। একদিকে করোনা মহামারী, অন্যদিকে আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয়- মানুষের জীবনটাকে ওলটপালট করে দিয়েছে। কিন্তু গান শোনা, টিভি কিংবা মোবাইলে সিনেমা দেখা থেকে বিরত থাকছে না কেউ।

সম্প্রতি ‘মিউজিকা ক্রিয়েশন অডিও লেবেল’ থেকে মুক্তি পেল মহুয়া ব্যানার্জির কণ্ঠে নতুন বাংলা গান তথা পুজোর গান ‘বঁধুয়া রে’। গানটি শোনা যাবে ‘মিউজিকা অরিজিনালস’ নামের ইউটিউব প্ল্যাটফর্মে।

আরও পড়ুনঃ হইচই-তে হৈ হৈ করে আসছে ‘ব্রহ্মদৈত্য’

Bondhu re | newsfront.co

গানের সুর দিয়েছেন নীলার্ঘ্য ব্যানার্জি এবং কথা লিখেছেন সুরঞ্জনা ব্যানার্জি। সঙ্গীতায়োজনে পার্থ চক্রবর্তী। গানের দৃশ্যায়ণ করেছেন নীলার্ঘ্য এবং এই গানে অভিনয় করতে দেখা যাবে শুভদীপ ও রোশনিকে। পাশাপাশি এই গানে অভিনয় করেছেন স্বয়ং মহুয়াও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here